গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায়ীর হাতে গুরুত্বর আহত-১

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:06 AM, 15 October 2019

সাহাব উদ্দিন রাফেল : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মহিলা সংরক্ষিত ইউ’পি সদস্যের স্বামীকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা।

জানা যায় , গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের মহিলা ইউ’পি সদস্য জাহানারা বেগমের স্বামী ইসমাইল হোসেন (৩৫) ওই ইউনিয়নের মাদক ব্যবসায়ী বিরাহিমপুর গ্রামের মৃত- বজির উদ্দিনের ছেলে শাহ আলম (২৫), আখিরা ফতেপুর গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে লূৎফর রহমান (২৮), বগুলাগাড়ী গ্রামের হযরত আলীর ছেলে মাহমুদুল ইসলাম (৩০), জামাল উদ্দিনের ছেলে নুর ইসলাম (৩৫) ও নলডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে রুবেল মিয়া (৩৪) দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বেচাকেনা করে আসছে। ইসমাইল হোসেন মাদক ব্যবসায়ীদের মাদক বেচাকেনায় বাঁধা দেয়।

এ কারনে তারা ক্ষিপ্ত হয়ে ১৪ অক্টোবর রাত পৌনে ৮ টার দিকে নলডাঙ্গা গোবিন্দপুর পঞ্চায়েত বাড়ীর মসজিদের সামনে একা পেয়ে ধারালো অস্ত্র দ্বারা এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করেছে। পথচারীরা ঘটনারস্থল থেকে ইসমাইল হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

আপনার মতামত লিখুন :