কলারোয়ায় প্রাথমিক শিক্ষক নিবন্ধন প্রশ্নপত্র ফাসচক্রের আটক ৩৪জন সদস্য।

সাজমিন সাথী ঃ সাতক্ষিরা জেলার কলারোয়া উপজেলা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরিক্ষায় প্রশ্ন পত্র ফাঁস চক্রের (৩৪)জন কে আটক করেছে র্যাব।শুক্রবার (২৪)মে সকাল ৯টার দিকে আল _বারাকা জুয়েলাস এর সামনে থেকে আটক করেছে র্যাব ৬এর একটি দল।প্রশ্ন পত্র ফাসচক্রের আটককৃত দের মধ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাথীবৃন্দ আছে বলে জানা যায়।প্রসজ্ঞত আজ শুক্রবার ১০টার সময় সরকারি প্রথমিক শিক্ষক নিয়গের লিখিত পরিক্ষা। এই চক্র আটক কারি দের তাৎক্ষনিক ভাবে নাম পরিচয় জানা যায়নি।আটক এর পর তাদের সবাইকে খুলনা নিয়ে গেছে র্যাব।