কলারোয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অফিস কর্মি রেশমাকে কুপিয়ে খুনের চেষ্টা।
সাজমিন সাথীঃ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মাহমুদ পুর গ্রামের মৃত মোঃ ইবরাহিম গাজীর মেয়ে রেশমা খাতুন(২০),সাতক্ষীরার সদর সাব রেষ্টিঃ অফিসের কাজ শেষে বাড়ি ফেরার পথে ঐ একই গ্রামের মোঃ জালাল মোড়ল এর বকাটে ছেলে বিল্পব হোসেন(২৬),প্রেমের প্রস্তাব দেয় রেশমাকে। রেশমা এ প্রেমের প্রস্তাব রাজি না হওয়ায় কলারোয়া খাসপুর এর রাস্তায় মঙ্গলবার আনুমানিক রাত আটটার দিকে রেশমার উপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্য করার চেষ্টা করে।পার্শবর্তি লোকজন দেখেতে পাওয়ায় ভয়ে পালিয়ে যায় বিল্পব হোসেন, আশেপাসে লোকজন কলারোয়া থানায় জানায় এবং আহত রেশমা খাতুন এর বাড়ির লোকজন রেশমাকে নিয়ে সাতক্ষীরায় সদরে নিয়ে আসে,সাতক্ষীরা সদরের ডক্টর রেশমাকে দেখে অবস্তার অবনতি কথা জানান এবং খুলনা নিয়ে যেতে বলা হয়। এ বিষয়ে কলারোয়া থানায় জানানো হলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা মনির -উল গিয়াস এর সাথে কথা হলে তিনি এ ঘটনা সত্যতা স্বীকার করেন এবং আসামি বিল্পব হোসেনকে ধরার জন্য কলারোয়া থানার তিনটা টিম জোর তাৎপরতা চলাচ্ছে।