খানসামায় অগ্নিকান্ডে ১২টি পরিবারের বাড়িঘর পুড়ে ছাই
তফিজ উদ্দিন আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলাধীন ২নং ভেড়ভেড়ী ইউপি’র ভেড়ভেড়ী গ্রামের জমির পাড়ায় বিকেল সাড়ে তিনটার সময় হান্নানের রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে ১২টি পরিবারের বাড়িঘর, ধান, চাল, দলিলের কাগপত্র, ৪০ হাজার টাকাসহ ১টি গরু পুড়ে ছাই হয়ে যায়। এতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ দাড়ায় প্রায় অর্ধকোটি টাকা। পরে নীলফামারী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২টি পরিবারের লোকজন খোলা আকাশের নিচে অবস্থান করছে এবং এখন পর্যন্ত কোন সরকারি অনুদান তাঁরা পায়নি।