খানসামায় মোটর সাইকেল চুরি
তফিজ উদ্দিন আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামায় গত ১৮ সেপ্টেম্বর সন্ধে ৭টার সময় উপজেলা থানার প্রাণকেন্দ্রে মুন্সিপাড়ার বিপ্লব চৌধুরী বাড়ির উঠানে মোটর সাইকেল রেখে জরুরী কাজে ঘরে গেলে কাজ শেষে ১০ মিনিটের মধ্যে ফিরে এসে দেখে মোটর সাইকেলটি নেই। উক্ত মোটর সাইকেলটি ১৫০ সিসি ডিসকোভার। অজ্ঞাতনামা চোর এবং চুরি যাওয়া উক্ত মোটর সাইকেলটির সন্ধান পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় জিডি করা হয়নি।