খানসামা আত্রাই নদীর বাঁধটি হুমকীর মূখে
তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা আত্রাই নদীর পূর্ব তীরে বাজার রক্ষাকারী বাঁধটির উপর দিয়ে বালুর ট্রলি ও হ্যারো উঠা-নামা করায় বাঁধটি ভেঙ্গে যাওয়াসহ দূর্ঘটনার সম্ভবনা রয়েছে। খানসামা বাজার রক্ষাকারী বাঁধটি রক্ষা করা জরুরী প্রয়োজন। খানসামা বাজার সংলগ্ন সুপার মার্কেটের পশ্চিম পার্শ্বে এবং নদীর পূর্ব ধারে বাঁধের উপর আবর্জনার স্তুপ হতে পঁচা গন্ধ বাতাসে ছড়িয়ে বায়ু দূষণ করছে যার ফলে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন। বাঁধের উপর দিয়ে মানুষ পাঁয়ে হেটে চলাচল করত তাও বন্ধ হয়ে গেছে। এ অনিয়ম ব্যাপারে জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষনসহ ট্রলি ও হ্যারো মালিকগণের শাস্তির দাবী জানিয়ে