খানসামা ডিগ্রী কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:28 PM, 28 July 2016

তফিজ উদ্দিন আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা ডিগ্রী কলেজ এর উদ্দ্যোগে আয়োজিত সারা দেশের সা¤প্রতিক জঙ্গি হামলা ও সন্ত্রাসের প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীজনের সমন্বয়ে ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার সময় খানসামা কলেজ চত্বরে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ অুনষ্ঠিত হয়। খানসামা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস.এম আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান। তিনি বলেন জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী জনসচেতনতা মূলক বিষয়সহ বাংলাদেশের কোন জঙ্গি ও সন্তাসের দ্বারা কুলশিত হতে দেওয়া যাবে না। দেশের সার্বভ্রোম রক্ষার জন্য আমরা সম্মিলিতভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াব। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজমল হক, খানসামা ডিগ্রী কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক সওকত আলী, প্রভাষক সফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা রোস্তম আলী, কলেজের গর্ভনিং বোর্ডির সদস্য সুরেন্দ্র নাথ রায়, খানসামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল ও অনলাইন মিডিয়ার সভাপতি ধীমান চন্দ্র দাস প্রমুখ। এসময়ে কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :