চাল বিতরণ করলেন হুইপ ইকবালুর রহিম এমপি
এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর পৌরসভায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইফ ইকবালুর রহিম এমপি।
রোববার সকালে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ১নং প্যানেল মেয়র আহম্মেদুজ্জামান ডাবলু, ২নং প্যানেল মেয়র মো: রেহাতুল ইসলঅম খোকা, কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তি বাবু, একেএম মাসুদুল ইসলাম মাসুদ, মো. জাহাঙ্গীর আলম, মো: আশরাফুল আলম রমজান, মাকসুদা পারভীন মিনা, শহর আওয়ামী লীগের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা।
উলেখ্য, এবারে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে দিনাজপুর পৌরসভায় ৪ হাজার ৬শ ২১টি হতদরিদ্র পরিবারের মাঝে ৯২ দশমিক ৪শ ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ভিজিএফ কার্ডের মাধ্যমে সুবিধাভোগী প্রতিটি পরিবারে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।