চিরিরবন্দরে কৃতি ছাত্রীদের বৃত্তি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরন্দরে নশরতপুর রহমানিয়া বালিকা দাখিল মাদ্রাসায় গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় কৃতি ছাত্রীদের বৃত্তিপ্রদান, দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. হামিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর ইসলাম শাহ্ নুরু, বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মজিদ শাহ্, মাদরাসার সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম, সহ-সুপার মো. নূরুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুল ওহাব বিএসসি, বিদায়ী ছাত্রী মোছা. মোস্তাকিমা খাতুন, দশম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান ইতি প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইউপি সদস্য রবিউল ইসলাম, নিখিল চন্দ্র রায়, অভিভাবক সদস্য ছাবেরউদ্দিন, আব্দুস সাত্তার, সাহেনা বেগমসহ শিক্ষক/শিক্ষিকা, কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অভিভাবক মো. ওয়াহেদুল ইসলাম এবং অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সহকারি শিক্ষক মো. রফিকুল ইসলাম।