চিরিরবন্দরে জঙ্গিবাদ বিরোধী র্যালি ও মানববন্ধন
মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সারাদেশের ন্যায় গত ১ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১টায় নৈরাজ্য, হত্যা ও জঙ্গিবাদের প্রতিবাদে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে জঙ্গিবাদ নির্মূলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সড়ক-মহাসড়কসহ সকল বাজারে জঙ্গিবাদ বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। শেষে একযোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার বেলতলী বাজারে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক মোরশেদ-উল-আলমের নেতৃত্বে র্যালি ও মানববন্ধন, উপজেলা চত্বর এবং হাসপাতাল মোড়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হকের নেতৃত্বে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, অধ্যক্ষ আলহাজ্ব ইউসুফ আলী, অধ্যক্ষ জালালউদ্দীন মজুমদার, অধ্যক্ষ আমিনুর রহমান, অধ্যক্ষ মমিনুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মান্নান, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাবউদ্দীন সরকারসহ সব প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহন করে।
এছাড়াও উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দর হাইওয়ে চত্বরের উপরে নশরতপুর রহমানিয়া বালিকা দাখিল মাদ্রাসা, ওয়েসিস স্কুল এন্ড কলেজ, রাণীরবন্দর দারুল ইসলাম আলিম মাদ্রাসা, আলোকডিহি জে, বি উচ্চ বিদ্যালয়, রাণীরবন্দর মহিলা কলেজ, ইছামতি ডিগ্রি কলেজ, ইছামতি মহিলা ডিগ্রি কলেজ, রাণীরবন্দর এন আই বালিকা উচ্চ বিদ্যালয়, সানলাইট স্কুল, সালমান ফারসী (রা.) কিন্ডারগার্টেন অ্যাকাডেমি, অ্যাম্বিশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ ও রোস্তমনগর বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে প্রায় ১হাজার স্কুল শিক্ষার্থীসহ সাধারন জনগন অংশগ্রহণ করেন।