চিরিরবন্দরে পররাষ্ট্রমন্ত্রীর ফলদ বৃক্ষ মেলা উদ্ধোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:46 PM, 03 August 2016

মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দেশে জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলা হবে। দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত জোট দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। তাদের সে চেষ্টা কোনদিনও সফল হবে না প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি আরো বলেন, এ অঞ্চলের প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্রের সঙ্গে দেশের রাজৈেনতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সূদৃঢ়করণ সম্প্রসারণ সম্পসারণে র্বতমান সরকার বদ্ধপরকির।

গত মঙ্গলবার ২ই আগষ্ট দুপুর ২টায় উপজেলা চত্বরে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার ফিতা কেটে উদ্দোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। বঙ্গবন্ধু হলে উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেরা আ’লীগ সভাপতি আলহাজ্ব আয়ুবুর রহমান শাহ্ সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান আনিছ, দিপবিস-১’র জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ, যুবলীগ সম্পাদক সলেমান গণি, বিদ্যূৎ সুবিধাভোগী সুকু কিসকু, জুঁই টুডু প্রমুখ বক্তব্য রাখেন। শেষে মন্ত্রী মেলার ১৮টি দেশি-বিদেশি জাতের ফল গাছের চারা ও কলমের স্টল পরিদর্শস করেন এবং উপজেলা চত্বরে ১টি ফলদ বৃক্ষ রোপন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এছাড়াও মন্ত্রী পল­ী বিদ্যুৎ সমিতির আয়োজনে ৩১৭টি বাড়িতে নতুন বিদ্যুৎ লাইন সংযোগ উদ্বোধন করেন। এনসময় সরকারী কর্মকর্তাসহ উপজেলা আ’লীগের সকল অংগ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :