চিরিরবন্দরে পিকাবের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার
রাণরিবন্দর বাজারের অদুরে বড়ভিটা নামক স্থানে এক অটো ভ্যান গাড়ীর মুখোমুখি পিকাবের ধাক্কায় মর্জিনা খাতুন
(৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, আজ বুধবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের বড়ভিটা নামক স্থানে। স্থানীয়
সূত্রে জানা গেছে, ভুষিরবন্দর মেয়ে জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়ি রাণীরবন্দর আসার পথে রংপুরগামী মালবাহী
পিকাব নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোড়ে ধাক্কা দিলে মাথার ও বুকের মধ্যে গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী
আশঙ্কাজনক অবস্তায় উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায়
বুধবার বিকাল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মর্জিনা খাতুন উপজেলার আলোকডিহি গ্রামের
খেলু রহমানের স্ত্রী।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জি.এম শামসুর নুর।