চিরিরবন্দরে মাদক ব্যবসায়ী সম্রাট সায়েম সরকার আটক
মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইয়াবা সম্রাট মো. আবু সায়েম সরকার (২৯) কে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ই এপ্রিল একাধিক মাদক মামলার আসামী ও উপজেরার পাটুল গ্রামের গোলাম রসুল সরকারের পুত্র আবু সায়েম সরকারকে শনিবার গভীর রাতে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম জানান, সে প্রতিনিয়ত টেকনাফ হতে ইয়াবা মোটা চালান সরবরাহ করতো যা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় সরবরাহ করতে। এছাড়া সে সব ধরনের মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় বেশ পরিচিত।