ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জমি সংক্রান্ত বিরোধে আহত আরও একজনের মৃত্যু

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:53 PM, 17 August 2016

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে উপজেলার বিষ্ণপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত শহিদুল হক নামে আরও একজনের মৃত্যু হয়েছে। (এ ঘটনায় মঙ্গলবার পারভিন ঘটনাস্থলেই মারা যান)।

বুধবার (১৭ আগস্ট) রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য জানান।

মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে একই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুইয়ে। এর আগে সকালে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই শহিদুল হকের স্ত্রী পারভীন নিহত হন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বসতভিটার তিন শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাতো ভাই নবাব ও দুলালের সঙ্গে পারভীনের বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার সকালে বাড়ির পাশে ছাই ফেলতে গেলে পেছন থেকে প্রতিপক্ষ ছুরিকাঘাত করলে পারভীন নিহত হন। এ ঘটনায় আহত আশিরুল নামে একব্যক্তি পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ।

এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

আপনার মতামত লিখুন :