ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাবে সরকারি গাছ কর্তন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:19 PM, 24 May 2019

ঠাকুরগাঁও প্রতিনিধি\ ঠাকুরগাঁও সদর উপজেলা বড়গাঁও
ইউনিয়নের কিছামত চামেশ্বরী গ্রামের মঙ্গলু র্মাকেটের পাশে
অবৈধ ভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে শাহাজাহান
শামুল,ও তার সহযোগীদেও বিরুদ্ধে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, সোমবার মঙ্গলু র্মাকেটের
কামারপাড়া নুর জামে মসজিদের পাশে ৬টি সরকারি গাছ কর্তন
করে শাহাজাহান,শামুল, ও তার সহযোগীরা। জিয়াউর রহমান জিয়া
গাছগুলো রোপন করে কিন্তু গাছগুলো পানি উন্নয়ন বোর্ডের
জমিতে পরেছে।
এব্যাপারে শাহাজাহান জানান, গাছগুলো জিয়াউর রহমান জিয়া
রোপন করলেও আমরা মসজিদ কমিটি পরার্মশে মসজিদেও প্রাচীর
নির্মানের জন্য গাছ কেটেছি।
জিয়াউর রহমান জিয়া জানান, গাছ আমি লাগাছি কিন্তু
শাহাজাহানের লোকজন আমাকে না বলে ও পানি উন্নয়ন বোর্ডের
অনুমতি না নিয়ে বে-আইনি ভাবে গাছগুলো কেটেছে।
পানি উন্নয়ন বোর্ডের সহকারি কর্মকর্তা প্রেমহরি রায়
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গাছগুলো পানি উন্নয়ন
বোর্ডের জমিতে পরেছে কিন্ত এত কিছু জেনে আপনাদের কি
হবে বলে অফিস ত্যাগ করে চলে যান

আপনার মতামত লিখুন :