ঠাকুরগাঁওয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
আরিফুজ্জামান আরিফ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ।। ঠাকুরগাঁও এর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, পুলিশ সুপার মো. ফারহাত আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ. এম. খায়রুল কবিরসহ ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
এর আগে বেলা সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়।
উক্ত র্যালিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২ শতাধিক কর্মকর্তার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে সর্বমোট ৬৫ টি স্টল রয়েছে। ৩ দিন ব্যাপী এই উদ্ভাবনী মেলা আগামী ৯ ফেব্রুয়ারি শেষ হবে।