ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
আব্দুর কাদের জিলানী ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলপুর মালিপাড়া গ্রামের পিটারু রায় (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও দিনাজপুর মহাসড়ক সংলগ্ন গৌরিপুর গ্রামে ভ‚ট্টা ক্ষেত থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় মৃত পিটারু রায় দৌলপুর মালিপাড়া গ্রামের চিত্ত রায়ের ছেলে। তবে লাশ থানায় আনার সময় রায়হান নামে যুবলীগের এক নেতা পুলিশকে লাশ নিয়ে আনতে বাধা দেয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত চিত্ত রঞ্জন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিটারু রায় মরদেহ উদ্ধার করে থানায় আনে। এ ব্যাপারে ময়না তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে।