ঠাকুরগাঁও আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির জয়লাভ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:01 PM, 10 April 2017

আরিফুজ্জামান আরিফ ,ঠাকুরগাঁও । ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে একজন সদস্য ছাড়া বিএনপি প্যানেল নির্বাচিত হয়েছে।

রবিবার অনুষ্ঠিত ভোটে বিএনপিপন্থি আইনজীবীরা জয় পায়। রাত সাড়ে ৯টার দিকে প্রধান নির্বাচন অ্যাডভোকেট আ. হামিদ এ ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে বিএনপিপন্থি বিজয়ীরা হলেন- সভাপতি পদে আব্দুল হালিম, সহ-সভাপতি পদে মোবারক হোসেন, সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদিন, সহ-সাধারণ সম্পাদক পদে জাহিদ ইকবাল প্রমুখ।

১২টি পদের মধ্যে ১১টিতেই বিএনপিপন্থি আইনজীবীরা জয়ী হয়েছেন। শুধুমাত্র সদস্য পদে আ. সোবহান নামে একজন আ’লীগপন্থি আইনজীবী জয় লাভ করেছেন।

মোট ভোটার ছিল ১৭২, ভোট পড়েছে ১৬৬টি। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা অবধি ভোট চলে।

আপনার মতামত লিখুন :