চিরিরবন্দরে রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:41 PM, 08 April 2017

মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছোট হাশিমপুর বলাইবাজারে ৪দিন ব্যাপী বিশ্বশান্তি কল্পে ও কলিযুগে জীবের মুক্তি কামনায় ১৬ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ এপ্রিল হতে ৮ এপ্রিল পর্যন্ত ৪ দিন ধরে ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে উপজেলার ছোট হাশিমপুর বলাইবাজারের স্বর্গীয় অশ্বিনী কুমার রায় মাষ্টারের মিলচাতালে বিশ্বশান্তি কল্পে ও কলিযুগে জীবের মুক্তি কামনায় ১৬ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) যুগ্নসচিব মহেশ চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল সরকার, চিরিরবন্দর প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। গত শুক্রবার রাতে সমাপনী অনুষ্ঠানে অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করেন ভারত থেকে প্রশিক্ষিত টাঙ্গাইল জেলা হতে আগত শেফালী সরকার, সাতক্ষীরার রাজীব বিশ্বাস ও ঝর্ণা রায়। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার নদীয়া বিনোদিনী (মহিলা) সম্প্রদায় ও নিত্যগোপাল (মহিলা) সম্প্রদায়, নোয়াখালী জেলার মদনমোহন (পুরুষ) সম্প্রদায়, সিলেট জেলার প্রাণসখী (মহিলা) সম্প্রদায়, নেত্রকোনা জেলার জয় বিমলকৃষ্ণ সম্প্রদায় ও পঞ্চগড় জেলার কৃষ্ণভক্ত সম্প্রদায় তাদের কীর্তন পরিবেশন করেন।

আপনার মতামত লিখুন :