ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী অরুনাংশু দত্ত টিটোর গণসংযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:09 PM, 11 March 2019

মোঃ আব্দুল কাদের জিলানী ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগ সমর্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী অরুনাংশু দত্ত টিটো ।
 ১০ মার্চ রবিবার সদর উপজেলার রুহিয়া থানার বিভিন্ন স্থানে সর্বস্তরের ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি এলাকার সকল শ্রেণী পেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আগামী ১৮ মার্চ উপজেলা নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে আমি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা মার্কা প্রতীক নিয়ে মাঠে গণসংযোগ শুরু করেছি।  যদি জনগন নৌকা প্রতীকে ভোট দেয়, আমি যদি নির্বাচিত হতে পারি, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তৃনমূল পর্যায়ে যে অংগীকার “গ্রাম হবে শহর” সেটি বাস্থবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল কর্মকান্ডে আমি নিজেকে নিয়োজিত রেখে এলাকার উন্নয়ন অব্যাহত রাখবো। তিনি আরও বলেন, এলাকায় মাদকমুক্ত, বাল্যবিবাহ রোধ,  বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যবস্থায় কাজ করে যাব। এ   সময় উপস্থিত ছিলেন, ২০নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, ১ নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবু রুহিয়া পশ্চিম ইউনিয়ন অওয়ামীলীগের সভাপতি মো: আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক মো: নুর ইসলাম নুরু সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় সকল স্থরের নেতাকর্মীগণ ।

আপনার মতামত লিখুন :