দিনাজপুরের খানসামা ভয়াবহ অগ্নকিান্ডে ৩৩ টি পরবিাররে শতাধিক বসত ঘর পুড়ে ছাই
(দিনাজপুর)খানসামা প্রতিনিধি:
শনিবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের খানসামা উপজলোর আলোকঝাড়ী ইউনয়িনরে শুশুলী গ্রামের বাবু ডাক্তার পাড়ায় এই অগ্নিকান্ডরে ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা সাকিব চৌধুরী জানায়, উক্ত গ্রামের মিরাজউদ্দিনের ধান সিদ্ধ করা চুলার আগুন থেকে এই আগুনের সুত্রপাত হলে মুর্হুত্বরে মধ্যে আশপাশ ছড়েিয় পড়ে। অগ্নিকান্ডে শতাধিক বসত ঘর ছাড়াও গুরু ৬টি,ছাগল ৪টি ,নগদ টাকা, ধান, চাল, আসবাব পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকার বেশী ধারনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেবুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমি সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম এবং ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে পূর্নবাসনের জন্য দ্রুত ত্রান সামগ্রি পৌছানোর ব্যবস্থা করছি।