দিনাজপুরে তৃণমুল লীগের কমিটি গঠন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:32 PM, 18 July 2016

এম এ হক, দিনাজপুর প্রতিনিধি । দিনাজপুর সদর উপজেলা ও শহর তৃনমুল লীগের কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার স্থানীয় গ্রীন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় কমিটির ঘোষণা দেন তৃনমুল লীগকেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা তৃণমুল লীগের আহবায়ক খাদেমুল বাশার সেনা। এ সময় তিনি নেতাকর্মীদের জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রস্তুত হওয়ার আহবান জানান। গ্রামে গঞ্জে পাড়া, মহল­ায় জনগনকে নিয়ে জঙ্গি ও সন্ত্রাসকে প্রতিরোধ ও প্রতিহত করার আহবান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তৃনমুল লীগের সদস্য সচিব মো: আসফাক হোসেন সরকার, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম, আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম মনি, যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মুন্না, সবুজ দাস প্রমুখ।

আলোচনা সভা শেষে কোতয়ালী তৃণমুল লীগের আহবায়ক মো: মঞ্জুরুল হক সরকার ও মো: আবুল বাশার শাহিন আলমকে সদস্য সচিব করে ৩১ সদস্য ও শহর তৃণমূল লীগের আহবায়ক মোকারম হোসেন এবং চন্দন কুমার মিত্রকে সদস্য সচিব করে ৩১ সদস্য কমিটি ঘোষনা করা হয়। নেতাকর্মীদের জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানানো হয়।

আপনার মতামত লিখুন :