দিনাজপুরে পুলিশী অভিযানে আটক ১০০
এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। সারা দেশের ন্যায় দিনাজপুরেও জঙ্গিদমন অভিযান শুরু হয়েছে। এই অভিযানে জেলায় এ পর্যন্ত ১০০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
দিনাজপুর পুলিশ সুপার অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, পলাতক আসামি ও সন্দেহভাজন। চলমান জঙ্গি-দমন অভিযান আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
আটককৃতদের সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।