বন্যার পানিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারপিট আহত ৯ উভয়পক্ষের থানায় অভিযোগ
জাহিনুর ইসলাম: গাইবান্ধা গোবিন্দগঞ্জ এর শালমারা ইউনিয়নের হবিবর বাইগুনি গ্রামে বন্যার পানিতে একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মমিন হোসেন, ও রেনু মিয়ার ছেলে সাজন, আবদুল হান্নানএর ছেলে হায়দার বৃহস্পতিবার সন্ধ্যা৬ টার সময় গোপাই বিলে মাছ ধরার সময় একই স্থানে মজনু আকন্দের ছেলে মোজাহিদ মাছ ধরার পেলি বসালে ওই তিন জন বাঁধা প্রদান করে,
এসময় উভয়ের মধ্যে তর্কবির্তক ও বাকবিতন্ডা ঘটে।
এরই জের ধরে শুক্রবার সকাল ৮ টার সময় মোজাহিদের চাচা আবু রায়হান সোনাতলা বড় বাজারে তার মসলার দোকান এ আসার সময় প্রতিপক্ষের মমিন,হান্নানসহ তাদের লোকজন রায়হানের পথরোধ করে দেশীয় অস্ত্রদ্বারা এলোপাতাড়ি মারপিট করে এতে রায়হানের মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম ও বা হাতের কব্জি নিচে হাড় ভেঙে যায়।
এসময় তার চিৎকারে, মোজাহিদ, সোহান,চাচাতো ভাই রাকিব,ছোট ভাই মুসফিক,দাদা মতিয়ার, সোনামিয়া,চাচি রেজিনা বেগম আগাইয়া গেলে প্রতিপক্ষের সাজনগ্রুপেরআলামিন,আরিফ,হান্নান,রেনুমিয়া,সুমন,মামুন,সাবু, দেশিয় অস্ত্র দিয়ে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে বলে অভিযোগ সুত্রে জানাযায়। আহতরা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসাধিন রয়েছে।