বর্তমান প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের জন্য রোল মডেল-পররাষ্ট্রমন্ত্রী
মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি বলেছেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে ব্যাপক প্রকল্প হাতে নিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের জন্য রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছেন। গতকাল রবিবার দুপুর ২ টায় নান্দেড়াই সরকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট সোনার বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে চাইছে। তারা গুপ্ত হত্যা করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের চেষ্টা সফল হবেনা। সকলকে একযোগে জঙ্গিবাদ দমনে এগিয়ে আসতে হবে।
এছাড়াও মন্ত্রী সকাল ৯ টায় উপজেলার বানিয়াখাড়ি হতে ঢাকইল রাস্তায় ত্রানের ব্রীজ, দুপুর ১২ টায় চিরিরবন্দর মিনি রাবার ড্যাম হতে ভূষিরবন্দর রাস্তায় চিরি খালের উপর নির্মিত ৩৪ ফুট ত্রানের ব্রীজ,দুপুর ১ টায় মামুদপুর হতে ঘোনপাড়া রাস্ত—ায় ইছামতি নদীর উপর ৪০ ফুট ত্রানের ব্রীজ, দুপুর আড়াইটায় কোম্পানীর মোড় হতে সাতনালা ইউপি পর্যন্ত ১ কিঃমিঃ পাঁকা রাস্তÍা ও ৩৪ ফুট ত্রানের ব্রিজ, দক্ষিন পূর্ব সাইতাড়া হতে দক্ষিন সুকদেবপুর রাস্তায় চিরি খালের উপর নির্মিত ৪০ ফুট ত্রানের ব্রীজ, ঘন্টাঘর হতে কালোপীর রাস্তায় ৩৪ ফুট ত্রানের ব্রিজের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এরপর বিকেল সাড়ে ৪ টায় উপজেলা এলজিইডির আয়োজনে ফকিরপাড়া জামে মসজিদ হতে দপ্তরীপাড়া পাঁকা রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, প্রকৌশলী ফিরোজ আহমেদ, অফিসার ইনচার্জ আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ, যুবলীগ সম্পাদক সলেমান গনি, নান্দেড়াই কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব একরামুল হক প্রমূখ বক্তব্য রাখেন।