মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহত
স্টাফ রির্পোটার ,শারমিন শোভা:
মানিকগঞ্জে শিবালয় উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ জিসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের তাড়াইল গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত জিসান ঐ গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশু জিসান। খেলার সময় হঠাৎ করে তাদের টিনের ঘরের বেড়ার সাথে স্পর্শ হয় এবং সাথে সাথে সে বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় জিসানকে উদ্ধার করতে গিয়ে তার মা হোসনা ও চাচা আলমগীর আহত হয়েছে। স্থানীয়রা আরও জানান, জিসানদের বাড়ির পাশের খুটি ও মেইন লাইনের তার থেকে জিসান ও আশেপাশের ঘরে বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। এছাড়াও লাইনের সমস্যা থাকায় ঘরের মেইন সুইচ বন্ধ করার পরও বিদ্যুতের লাইন বন্ধ হয়নি। বিদ্যুতের লোকজনদের একাধিকবার বলার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। জিসানের মৃত্যুতে তারা বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তির দাবি জানান।