যতদিন এ পৃথিবী থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম মানুষের অন্তরে বিরাজ করবে – পররাষ্ট্রমন্ত্রী

মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট যত চেষ্টা করুক না কেন, এদেশের মানুষের মন থেকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অবদানের কথা মুছে ফেলতে পারবেনা। যতদিন এ পৃথিবী থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে মানুষের অন্তরে বিরাজ করবে।
গত ১৫ আগষ্ট সোমবার সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক র্যালীপূর্বক ঘুঘুরাতলী কনভেনশন সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সকলকে বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক হয়ে তাঁর আদর্শ ধারন করে জননেত্রী সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও পরামর্শমত কাজ করতে হবে।
এছাড়াও মন্ত্রী সকাল ১১ টায় সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকল সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপরোক্ত সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস শাহীন আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জেড এইচ মোহাম্মদ আলী শামীম. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল,মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, প্রকৌশলী ফিরোজ আহমেদ, অফিসার ইনচার্জ আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম তারিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ, যুবলীগ সম্পাদক সলেমান গনি প্রমূখ বক্তব্য রাখেন।