শিক্ষার্থীদের ডিজিটাল ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে-পররাষ্ট্রমন্ত্রী
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী ও শিক্ষা প্রশাসনের সম্মিলিত প্রয়াসই পারে শিক্ষিত জাতি গড়তে। শিক্ষিত জাতি দেশের সম্পদ। একজন দক্ষ ও যোগ্যতা সম্পন্ন শিক্ষকই পারে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে। বর্তমান সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনেই নতুন বই সরবরাহ করেছে। যা বিশ্বে নজিরবিহীন। গতকাল সোমবার দুপুর আড়াইটায় চিরিরবন্দর সূখীপীর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বর্তমান সরকারের ৩ বছর পূতি, বিদ্যুত সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে নৈতিক শিক্ষা দিতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সৎ ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ডিজিটাল ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর পলী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা জেড এইচ মোহাম্মদ আলী শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, প্রকৌশলী ফিরোজ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, অফিসার ইনচার্জ আনিছুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ প্রমূখ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে ওই বিদ্যালয়ের সভাপতি আশরাফুল ইসলাম বাবুল, প্রধান শিক্ষক সোহরাব হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যাক্তিবগসহ উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মন্ত্রী উপজেলার ৩ টি গ্রামে ১৪৮ টি বাড়ীতে নতুন বিদ্যুত লাইনের সংযোগ উদ্বোধন, দুপুর ১২ টায় এলজিইডির অর্থায়নে ৯৮ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে উপজেলার বাংলাবাজার হতে বিন্যাকুড়ি হাট পর্যন্ত, দুপুর সাড়ে ১২ টায় ৮৭ লক্ষ ১২ হাজার টাকা ব্যয়ে আন্ধারমূহা হতে দক্ষিণ পলাশবাড়ী বোর্ডস্কুল পর্যন্ত পাকা রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, বিকেল ৫ টায় দক্ষিণ দূর্গাডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।