শিবগঞ্জ সদর ইউনিয়নে যুব সংহতির ১নং ওয়ার্ড কমিটি গঠন

Sangbad Ajkal
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়নে যুব সংহতির ধাওয়াগীর ১নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
সোমবার কমিটি গঠন উপলক্ষে ইউনিয়ন জাপা সভাপতি সিরাজুল ইসলাম তোতার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুব সংহতির সভাপতি শাহিনূর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও জাপা নেতা রুহুল আমিন, সাংবাদিক কামরুল হাসান। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ৭নং যুব সংহতির সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক কামাল শেখ, যুব নেতা মামুন, গোলজার, মশিউর, মনছুর, বেলাল, রহিম, বাদশা, হারুন প্রমূখ। পরে দুলালকে সভাপতি, আঃ রশিদকে সাধারণ সম্পাদক ও রিমনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়।