স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আতœহত্যা
মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পলীতে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ময়নুল ইসলাম (২৩) নামে এক যুবক আতœহত্যা করেছে। ময়নুল উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ময়দানডাঙ্গার খতিবদ্দিনের ছেলে। এ ঘটনাটি গত ১০ মার্চ শুক্রবার দিবাগত ভোর ৪টায় ঘটেছে। জানা গেছে, ময়নুলের সাথে তার নববিবাহিতা স্ত্রীর সাথে পারিবারিক বিষয়ে বাকবিতন্ডা হয়। এতে সে স্ত্রীর ওপর অভিমান করে শয়নকক্ষের বাঁশের আড়ার সাথে তার স্ত্রীর ওড়না গলায় পেচিয়ে আতœহত্যা করেছে। ইউ পি চেয়ারম্যান আইনুল হক শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কারো কোন আপত্তি না থাকায় তাকে দাফন করা হয়েছে।