অতীতে সব সরকারের উর্দ্ধে উন্নয়ন হয়েছে -পররাষ্ট্র মন্ত্রী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:19 PM, 23 June 2016

এম এ হক দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের গ্রামীন শহর রাণীরবন্দর হইতে চিরিরবন্দর রাস্তা প্রশ্বস্থ্যকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের এক পথ সভায় উপরোক্ত মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রী।

বৃহষ্পতিবার সকাল ১১টায় দিনাজপুর জেলার গ্রামীন শহর রাণীরবন্দর হইতে চিরিরবন্দর সড়কের রাস্তা প্রশ্বস্থকরণ উদ্বোধন করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আবুল হাসান মাহমুদ আলী। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভূয়ষী প্রশংসা করে বলেন গত সাড়ে সাত বছরে যে উন্নয়ন বর্তমান সরকারের আমলে হয়েছে তা অতীতে কোন সরকারের আমলে হয়নি, এটা বাস্তব উদাহরণ। ১নং নশরতপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবী ড্রেন পাকাকরণ প্রকল্পের জন্য আগামীতে কাজ করা হবে বলে আশ্বস্থ্য করেন। স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) দিনাজপুর নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান জানান অত্র উদ্বোধনী প্রকল্পটি ১কোটি ৪৬হাজর ৭শ ৫৫ টাকা ব্যায়ে ৩.৪০ কি:মি রাস্তা প্রশ্বস্থ করণের ধারাবাহিকতায় আজকের এই উদ্বোধন। এ সময় হাজারো জনতার উপস্থিতিতে গ্রামীন শহর রাণীরবন্দরের ব্যবসায়ী সমিতির পক্ষ্য হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন আলহাজ্ব সেকেন্দার আলী শাহ্। আওয়ামীলীগের পক্ষ হতে উপস্থিত ছিলেন ১নং নশরতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সুলতান আলম, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক মুকুল, ইছামতি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ ওহাব মাষ্টার, নশরতপুর ইউনিয়নর নর্বনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নুরু ইসলাম নুরু, তেতুলিয়া ইউ’পি চেয়ারম্যান বাবু সুনীল শাহ, আলোকডিহি ইউ’পি চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারিক সহ ১৮জন চেয়ারম্যান, স্থানীয় ও উপজেলা, জেলা নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :