বগুড়ার গাবতলীতে ভূমিহীন সমিতির সংবাদ সম্মেলন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:09 PM, 23 June 2016

আতাউর রহমান!! গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ

কৃষিতে অপর্যাপ্ত বাজেট বরাদ্দ ভবিষ্যত খাদ্য স্বয়ংসম্পূর্ণতার ক্ষেত্রে আত্মঘাতি শীর্ষক সংবাদ সম্মেলন গতকাল বুধবার বগুড়ার গাবতলী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ভূমিহীন সমিতি আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিতভাবে বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ভূমিহীন সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুবল সরকার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি কালু বিশ্বাস, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, ভূমিহীন সমিতির নেতা আহাদুজ্জামান আহাদ, তারাজুল ইসলাম খান, আমিরুল ইসলাম মুকুল, শাহ সুলতান সাজু, সাদেক হোসেন প্রমূখ। লিখিত সংবাদ সম্মেলনে বলা হয়, কৃষিক্ষেত্রে বরাদ্দ আরও বৃদ্ধি, ভর্তুকী বৃদ্ধি, কৃষি পণ্যে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ক্ষতিকর বীজ আমদানী বন্ধ, বিএডিসিকে আরও শক্তিশালীকরণ, পাটের সোনালী অতীতকে ফিরিয়ে আনতে বাজেটে বিশেষ বরাদ্দ প্রয়োজন, কৃষি জমিকে অকৃষি খাতে ব্যবহার বন্ধ করতে হবে, বগুড়া করতোয়া নদীসহ সকল নদী-বিল উদ্ধারের জন্য বাজেটে বরাদ্দ এবং চরাঞ্চল মানুষের জন্য বাজেটে বরাদ্দকৃত ১’শ কোটি টাকা যথাযথভাবে ব্যবহারের উদ্যোগ নিতে হবে।

আপনার মতামত লিখুন :