আজকের ক্ষুদে খেলোয়াড়ই আগামী দিনে জাতীয় পর্যায়ে খেলবে-মতিন সরকার

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  11:35 AM, 14 December 2019

বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক আঃ মতিন সরকার বলেন, আজকের ক্ষুদে খেলোয়াড়ই আগামী দিনে জাতীয় পর্যায়ে খেলবে। খেলাধুলা মাদক, সন্ত্রাস ও জঙ্গী থেকে দুরে রাখে। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। এজন্য তিনি যুবসমাজকে নিয়মিত খেলাধুলা করার আহবান জানান। শুক্রবার বিকেলে বগুড়া শহরের করোনেশন ইনস্টিটিউশন এ্যান্ড কলেজ মাঠে জহুরুলপাড়া পিটিএস স্মৃতি সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।


মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বগুড়া জেলা পিকআপ মালিক সমিতির সাধারন সম্পাদক মোশারফ হোসেন বুলবুল, বিশিষ্ঠ ব্যবসায়ী ওমর সরকার, বিশিষ্ট ব্যসায়ী মাছুদ রানা, জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান, আন্তঃজেলা নামাজগড় শাখা পিকআপ সমিতির সাধারন সম্পাদক মুক্তার হোসেন, পার্থ প্রাং, ফরহাদ, শাহাদত হোসেনসহ অত্র এলাকার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :