কমলগঞ্জের আদমপুরে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  06:26 PM, 08 June 2020

মো: শাহাব উদ্দিন আহমেদ কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর বাজারে সোমবার (৮ জুন) সকাল ১১টায় আকস্মিকভাবে সৃষ্ট অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে গেছে।

এ অগ্নিকান্ডে ৮টি দোকানের কমপক্ষে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অগ্নি নির্বাপক দল জানায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সৃষ্টি বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

জানা যায়, আদমপুর বাজারের রেজাউল মার্কেটে সোমবার সকাল ১১টায় আকস্মিকভাবে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় দ্রুত আগুন ৮টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে মার্কেটের বাবুল মিয়ার মোদী দোকান, আব্দুল খালেকের কাপড়ের দোকান, মুন কম্পিউটার, মুন ফার্নিচার ও আব্দুল হকের মালের গোদাম সম্পূর্ণরুপে পুড়ে যায়। ঘটনার পর দ্রুত এলাকাবাসী কমলগঞ্জ উপজেলাস্থন অগ্নি নির্বাপক দলের কার্যালয়ে খবর দিলে খবর পেয়ে দ্রুত অগ্নি নির্বূাপক দলটি ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানীরা দাবি করেন, অগ্নিকান্ডে তাদের ৩০ লক্ষাধিক টাকার উপরে ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী আদমপুর বাজারের ব্যবসায়ী মঈনুল ইসলাম জানান, সকাল ১১টায় একটি দোকানে আগুন জলতে দেখা যায়। মুহুর্তের মধ্যেই আগুনে ৮টি দোকানে ছড়িয়ে পড়ে। আদমপুর বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা বলেন, মার্কেটের ১০ টি দোকান পুরোপুরি ভন্মিভুত হয়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বূাপক দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর কাদির বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সৃষ্টি। তিনিও মনে করছেন ৮ দোকানে কমপক্ষে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আপনার মতামত লিখুন :