গোবিন্দগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে বিভিন্ন ফার্মেসিতে জরিমানা

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  06:48 PM, 08 June 2020

আবু তাহের পলিন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাকস্ ব্যাবহার না করায় এবং স্বাস্থ্য বিধি না মানায় দুই ব্যাক্তি জরিমানা করেছে ম্যাজিট্রেট।একই সাথে নকল ও মানহীন হ্যান্ডরাব/জীবানুনাশক বিক্রয়, প্রাইস ট্যাগ টেম্পারিং,মেয়াদ উত্তীন্ন, ফিজিসিয়ান স্যাম্পল ও আনরেজিস্টারড ঔষুধ বিক্রয় এবং বিক্রয়নিষিদ্ধ সরকারী জন্মনিয়ন্ত্রণ সামগ্রী মজুদ ও বিক্রয়ের অপরাধে ২টি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আজ ৮ জুন সোমবার ভেজাল বিরোধী ও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গোবিন্দগঞ্জ পৌর শহরে পরিচালিত এক অভিযানে এ অর্থদন্ড প্রদান করে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেট নাজির হোসেন।এ অভিযানে ড্রাগসুপার,গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ সহায়তা করে।

এছাড়াও এ অভিযানিক টিম কাপড়-জুতা-কসমেটিক্স মার্কেটের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মনিটরিং করে। স্বাস্থ্য বিধি অনুসরণের জন্য ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণ পথচারীকে সতর্ক করে।

আপনার মতামত লিখুন :