করোনায়মফস্বল সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  01:34 PM, 01 May 2020

ডেক্সঃ দেশে কিংবা বিদেশে যেকোন বড় দুর্যোগ বা মহামারীতে গণমাধ্যম সবসময় সামনে থেকে খবর জানিয়েছে সবাইকে। তেমনি করোনার মহামারী প্রভাব নিয়েও গণমাধ্যম কর্মীরা খবর সংগ্রহ করে চলছে অবিরাম। পথে প্রান্তে ছুটে জীবনের মায়া ভুলে দিয়ে যাচ্ছে সবসময়ের আপডেট।

একজন খবরের ফেরিওয়ালা। করোনা সতর্কতায় সারাদেশ লকডাউনে থাকলেও দায়িত্ব তাকে টেনে নিয়ে যাচ্ছে ঘরের বাইরে। নানা প্রতিকূলতার মাঝে সকাল থেকে রাত পরিবারের মায়া ভুলে খবর সংগ্রহে ছুটেছেন এদিক সেদিক।

দায়িত্ব পালন করতে গিয়ে এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে খবর হয়েছেন অনেকেই। এরপরও নেই পিছুটান। যখন বার বার বলা হচ্ছে সংক্রমণ ঠেকাতে ঘরে থাকুন। তখন সারাদেশে প্রতিনিয়ত ঝুঁকি জেনেও খবর সংগ্রহের কাজ করে যাচ্ছেন সংবাদকর্মীরা। যাদের কাছে জীবনের চেয়ে দায়িত্বটাই বড় বেশি আপন।

সাংবাদিক নেতাদের প্রশ্ন, সরকার যখন সব মহলের বিষয়ে প্রণোদনার কথা বলছে, তখন খবরওয়ালাদের ত্যাগের গল্প কেউ কী বলছে?

তারপরও দেশের এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে গণমাধ্যমের স্লোগান “ঘরে থাকুন সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন, হাচি-কাশিদিতে হাত ব্যবহার করুন, সাবান বা স্যানিটাইজার দিয়ে হাতু ধোন অযথা খবরের নামে গুজন ছড়াবেন না।”

আপনার মতামত লিখুন :