করোনা অবস্থার উন্নতি না হলে সেপ্টম্বর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে : প্রধানমন্ত্রী

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  12:38 PM, 27 April 2020

অনলাইন ডেক্সঃ দেশে করোনাভাইরাসের কারণে সেপ্টেম্বর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এখন একটাও খুলবে না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ থাকবে, যদি না করোনা ভাইরাস অব্যাহত থাকে।

কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেয়ার আভাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু এখন ফসল উঠছে, এরপর ফসল লাগাতে হবে। জীবন যাপন আমাদের আস্তে আস্তে উন্মুক্ত করতে হবে। সেখানেও সবাই নিজেকে সুরক্ষিত রেখেই কাজ করবেন, সেটাই আমরা অনুরোধ করব।

আজ সোমবার (২৭ এপ্রিল) গণভবনে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ।

আপনার মতামত লিখুন :