কালিয়াকৈরে ডিবি পরিচয়ে ডাকাতি টাকা স্বর্ণালংকারসহ মালামাল লুট আহত-৩

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:09 PM, 01 September 2019

 

কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকার মহব্বত হোসেনের বাড়িতে আজ ভোর রাতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করা হয়েছে। লুট করা হয়েছে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল। ডাকাত সদস্যদেও হামলায় তিনজন আহত হয়েছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, ভোর রাত ৩টার দিকে ৫-৭ জনের একদল ডাকাত বাসার কেচি গেইটের তালা কেটে ২য়তলায় উঠে। পরে তারা সাবল দিয়ে ২য়তলার মেইন দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এসময় বাড়ীর মালিক মহব্বত হোসেন, তার স্ত্রী সানজিদা ইয়াসমিন মুন্নি ও ছেলে মেহেরাব হোসেন মাহিবকে হাত-পা, চোখ ও মুখ বেধে ফেলে। পরে তাদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দেড় লক্ষ টাকা, ৩-৪ ভরি ওজনের স্বর্ণ ও বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আপনার মতামত লিখুন :