বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি-ডাঃ নাসির উদ্দিন এমপি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:23 AM, 01 September 2019

মিঠুন সরকার, ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়ন ও শংকরপুর ইউনিয়নে শনিবার(৩১ অগস্ট) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

২ নং মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকাল ৩ টায় স্থানীয় কায়েমকোলা বাজারে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) ডাঃ মোঃ নাসির উদ্দিন

বলেছেন, ” ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও, বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি । এক জন বঙ্গবন্ধু মরলেও রেখে গেছেন কোটি কোটি বঙ্গবন্ধুর আদর্শ ।ঝিকরগাছা-চৌগাছায় আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে জামায়াত-শিবিরের কর্মীরা ঢুকেপড়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং জামায়াত-শিবির তথা কুচক্রী মহলের সাংগঠনিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে ।

আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা থাকবে এই যে, আপনারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কোনো অবস্থাতে জামায়াত-শিবিরকে প্রশ্রয় দেবেন না, শক্ত হাতে এদেরকে প্রতিহত করুন এবং বঙ্গবন্ধুর আদর্শের দল বাংলাদেশ আওয়ামীলীগকে শক্তিশালী করুন ।

বিকাল ৫ টায় শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
এরপর গরিব,দূঃস্থ ও অসহায় এবং স্থানীয় নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করেন ডাঃ নাসির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল,ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ-সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা,মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়ন কমিটির সাধারণ-সম্পাদক বিপ্লব কুমার কুন্ডু, সদস্য বিধান ঘোষ,শংকরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিছার আলী সহ ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ।

আপনার মতামত লিখুন :