খানসামা আংগারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  01:33 PM, 05 September 2016

তফিজ উদ্দিন আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামা উপজেলাধীন আংগারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খয়রাত হোসেনের বিরুদ্ধে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে উৎকোষ গ্রহণসহ ব্যাপক অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, গত ২৭/০২/২০১৬ ইং ম্যানেজিং কমিটির সদস্যদের কোনরুপ নোটিশ ছাড়াই ফাঁকা রেজুলেশন বহিতে অভিভাবক সদস্য আনোয়ার হোসেনের স্বাক্ষর জালিয়াতি করে সহকারী প্রধান শিক্ষক পদে প্রচুর উৎকোষ গ্রহণ করে কৃষ্ণ গোপাল রায় কে গত ০২/০৩/২০১৬ ইং বিদ্যালয়ে যোগদান করান। উক্ত সহকারী প্রধান শিক্ষক পদে চাকুরী দেয়ার প্রতিশ্র“তি দিয়ে একই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মহিতুল আলম (লিটন) এর কাছ থেকে ২ লাখ ৩৮ হাজার ৫শ টাকা উৎকোষ গ্রহণ করে। পরে কৃষ্ণ গোপালের কাছে চাকুরী দর বেশী পাওয়ায় মহিতুল আলম শিক্ষকের দীর্ঘদিন পর ২ লাখ ৫ হাজার টাকা ফেরত দিলেও অদ্যবধি ৩৩ হাজার ৫শ টাকা ফেরত দেয়নি। টাকা ফেরত চাইলে প্রধান শিক্ষক উল্টো ধমক দিয়ে তাঁর বিরুদ্ধে খারাপ মন্তব্য করে। সে সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ছিলো তাঁর আপন ভাই মাহাবুবার রহমান। সে কারণে পকেট কমিটি দিয়েই বিদ্যালয়ের কর্মকান্ডে অনিয়ম ও দূর্নীতি করে আসছিলেন তিনি। অভিভাবক সদস্য জয়নাল আবেদীন চৌধুরী, এনামুল হক, শিউলী খাতুন ও আনোয়ার হোসেনের যৌথ স্বাক্ষরে লিখিত অভিযোগে উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল, রংপুর এবং দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বরাবরে এ ব্যাপারে পুনরায় তদন্তের জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :