চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় ও শিক্ষকদের মিলন মেলা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:56 AM, 08 April 2017

মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানে দিনাজপুরের চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার কারেন্টহাট ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মত বিনিময় সভা ও শিক্ষকদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) যুগ্নসচিব মহেশ চন্দ্র রায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হচ্ছে উন্নয়নের বাতিঘর। সকল প্রতিকুল পরিবেশের মধ্যে শিক্ষকদের এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের পদ্ধতি একদিন গিনেস বুকে স্থান করে নিবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী, দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জাহেদ হোসেন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান। অনুষ্ঠানে সকল সহকারী শিক্ষা অফিসার, ২০১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কাঁকড়া নদীর ধারে বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :