খানসামায় রসুনের বাম্পার ফলন বেচা বিক্রিতে খ্যাতি কাচিনিয়া হাট

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  01:03 AM, 08 April 2017

তফিজ উদ্দিন আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলা কাচিনিয়া সুবিশাল রসুনের হাট। কাচিনিয়ায় সপ্তাহে ৩ দিন হাট বসে শুধু রসুন বেচা বিক্রির জন্য। খানসামা উপজেলার খ্যাতিমান এই রসুনের হাটের সুনাম ছড়িয়ে রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এখানকার রসুন ব্যবসায়ীরা ট্রাকে করে রসুন নিয়ে যায় বিভিন্ন জেলা ও উপজেলায়। প্রায় ১ কিলোমিটার জুড়ে সড়কের দু’পাশে বসে রসুনের হাট। কোটি কোটি টাকার রপ্তানি হয় রসুন। অর্থকরী ফসল হিসেবে খানসামা কাচিনিয়া কৃষককুল বাম্পার ফলনে রসুনের এ আবাদে সাবলম্বী হয়েছে। প্রতি কেজি গাছকাটা রসুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭৫ টাকা পর্যন্ত। ৭ এপ্রিল শুক্রবার সরজমিনে হাটে গিয়ে কৃষক ও পাইকারদের সাথে আলাপ করে রসুনের বাজার মূল্য জানা যায়। অনেকে রসুনকে টাকার গাছ বলেও আখ্যায়িত করে। রসুনের এ মৌসুমে সরজমিনে হাটে গিয়ে না দেখলে কেউ বুঝবেন না রসুনের যে কী কদর। আগামী বছর আরো বেশী বেশী রসুন চাষাবাদ করবেন বলে জানান এলাকার কৃষককুল।

আপনার মতামত লিখুন :