চিরিরবন্দরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:04 PM, 28 September 2016

মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলার গমিরাহাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার মানউন্নয়নে অভিভাবক ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদ। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা-উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আহসানুল হক মুকুল,স্থানীয় ইউপি চেয়ারম্যান নূর ইসলাম (নুরু) ও কামাল প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নরেশ চন্দ্র রায়। সমাবেশে পুনট্ট্রি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :