দিনাজপুরে পূর্ণভবা নদী জীবন কেরে নিল ৩ স্কুল ছাত্রের ঃ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:14 PM, 13 August 2016

এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরে পূণর্ভবা নদীতে গোসল করায় আবিদ বিন তুর্য (১৪), মেহেদী হাসান (১৫) ও আব্দুল­াহ নামে ৩ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার বিকেলে শহরের পশ্চিম পাশে অবস্থিত পণর্ভবা নদীর কাঞ্চন ব্রীজের নিকট এই ঘটনা ঘটে।

নিহত আবিদ বিন তুর্য- দিনাজপুর জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র শহরের বালুয়াডাঙ্গা এলাকার মো: তোজাম্মেল হোসেনের ছেলে, মেহেদী হাসান একই এলাকার মো. আহসানুল হক চৌধুরীর ছেলে ও দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ৯ শ্রেণির ছাত্র এবং নিহত আব্দুল­াহ দিনাজপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ও বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুর আনুমানিক দুইটার দিকে কয়েক বন্ধু মিলে দিনাহপুর শহরের পাশে কাঞ্চন ব্রীজের পশ্চিমে পণর্ভবা নদীতে গোসল করতে নামে। গোলস করে সবাই তীরে উঠলেও ৩ জন গভীর পানিতে তলিয়ে যায়। সহপার্টিদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে অনেক খোঁজাখুজির পর বিকেল পৌঁনে ৪টার দিকে নদী হতে ৩ কিশোরকে উদ্ধার করে দিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :