রাজধানীতে র‌্যাব-৪ এর মাদকবিরোধী অভিযান

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  04:35 PM, 29 November 2019

সাহাব উদ্দীন রাফেল ,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর দারুস সালাম থানা,গাবতলী পশুর হাট এলাকা হতে ১৩০০ বোতল ফেন্সিডিল এবং ০১টি ট্রাকসহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

আজ ২৯.১১.২০১৯ (শুক্রবার) ভোর ০৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি মাদকবিরোধী অভিযান চালান।

মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ এর নেতৃত্বে ডিএমপি দারুস সালাম থানাধীন গাবতলী পশুর হাট এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০০ বোতল ফেন্সিডিল, এবং ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক এবং ০২ টি মোবাইলসহ আসামী (১) মোঃ খাদেম মন্ডল (৫০), জেলা-নওগাঁ এবং (২) মোঃ আলাউদ্দিন (৬২), জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দের গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ট্রাকের সামনের অংশে ড্রাইভারের সীটের পাশে কেবিনের মধ্যে রক্ষিত অবস্থায় ফেন্সিডিল বহন করে পারস্পরিক যোগাযোগ রক্ষা করে দীর্ঘ দিন যাবত ঢাকা ও আশপাশ এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে থাকে।

আপনার মতামত লিখুন :