গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় তিনজন মোটর সাইকেল আরোহী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।আজ শুক্রবার(২০-আগষ্ট) রাত আনুমানিক ৯টায় রংপুর- বগুড়া মহাসড়কের বালুয়ার অদূরে তালতলা এলাকার নূনদহ ব্রীজের নিকটে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মাহাবুর,ভট্টা ও করিম মেকার নামে তিন ব্যাক্তি বালুয়া বাজার হতে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন।বাড়ী ফেরার পথে নূনদহ ব্রীজের নিকটে পৌছিলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী পায়েল পরিবহণের এক যাত্রীবাহী বাস চাপা দেয়।এতে বাসের চাপায় ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী তিনজনই নিহত হয়।
নিহতরা হলেন নাকাই ইউনিয়নের কালুগাড়ী গ্রামের নুর মুহাম্মদ এর ছেলে মাহাবুর (২৭),তালুককানুপুর ইউনিয়নের দেবত্তররামনাথ গ্রামের শুকুর উদ্দিন এর পুত্র করিম (৫৫) ও একই ইউনিয়নের সুন্দইল গ্রামের তালেব এর পুত্র ভুট্টা মিয়া (৪০)।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ খায়রুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন