রুহিয়ায় গরু চুরি করতে গিয়ে ২ চোর আটক

Exif_JPEG_420
আব্দুল কাদরে জলিানি রুহয়িা, ঠাকুরগাঁও প্রতিনিধি; ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গরু চুরি করতে গিয়ে ২ চোরকে আটক করেছ এলাকাবাসী। সদর উপজেলার রুহিয়া থানার ২১নং ঢোলারহাট ইউনিয়নে শনিবার বিকেলে এদের আটক করেন।
আটককৃতরা হলেন, উত্তর বোয়ালিয়া গ্রামের সুরেন এর পুত্র জামিনি কান্ত(১৫), একই গ্রামের নাসিরুলের পুত্র আমিনুল (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার দুপুরবেলা বোয়ালিয়া গ্রামের এন্তাজুল হকের একটি গরু চুরি করে রাস্তা দিয়ে না গিয়ে পাট ক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার সময় বড়দেশ্বরী টাঙ্গন ব্রীজ নামক এলাকায় স্থানীয় কৃষকদের সন্দেহ হলে তারা আটক করে ইঊপি সদস্য মোঃ ঈমান আলীর হাতে সোর্পদ করেন এবং পরবর্তীতে ইঊনিয়ন পরিষদের স্থানীয় সালিসের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।