আটোয়ারীতে আইন শৃঙ্খলা বাহিনির সাফল্যে এলাকায় স্বস্তি
আবু সাঈদ ,আটোয়ারী পঞ্চগড় ।।পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলার বিজ্ঞ পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম এর আহব্বানে উপজেলার বিজ্ঞ নির্বাহী মেজিষ্ট্রেট আবু রাফা মোঃ আরিফ এর যৌথ অভিযান এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গত ২৩/০৭/২০১৪ইং হইতে ২৫/০৮/২০১৬ইং পর্যন্ত মাদক দ্রব্য, জুয়া, চুরি ,ডাকাতি ইভটিজিং, সরকারি কাজে বাধা প্রদান, দোকানে ভেজাল মালামাল রাখা সহ বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে অপরাধের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করে। আটোয়ারী থানা আইন শৃঙ্খলা বাহিনি ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ মেজিষ্ট্রেট এর সক্রিয় ভুমিকার সাফল্যে এলাকাবাসি বর্তমানে আইন শৃঙ্খলার উন্নয়নের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে জীবিকা নির্বাহ করে আসছেন। উলেখ্য যে, ভ্রাম্যমান আদালতের সুদ্ধি অভিযানে প্রায় ২৮০ জন অপরাধীর অর্থদন্ড সহ শাস্তি প্রদান করা হয়েছে। এছাড়াও ওসি শাহ্ আলম আইন শৃঙ্খলা উন্নয়নে তার সক্রিয় ভুমিকা অব্যাহত রেখেছে বলে তিনি এ প্রতিবেদককে অবহিত করেছেন।