খানসামায় বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেসা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তফিজ উদ্দিন আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলা পর্যায়ে ১৩ আগষ্ট শনিবার ১১.৪৫ মিনিটে খানসামা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বালক দল রামনগর বনাম মধ্য জাহাঙ্গীরপুর সঃপ্রাঃবিঃ ও বালিকা দল বালাপাড়া বনাম পূর্ব আংগারপাড়া সঃপ্রাঃবিঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট এর ফাইনাল খেলা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান এর সভাপতিত্বে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী এম.পি, বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মীনী মিসেস শাহীন আলী, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, খানসামা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আতোয়ার হোসেন, প্রভাষক সাইফুল ইসলাম, থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শফিউল আযম লায়ন চৌধুরী। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।