চিরিরবন্দরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:44 PM, 08 September 2016

মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর).থেকে: “অতীতকে জানবো-আগামীকে গড়বো” প্রতিপাদ্য বিষয়ে দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জেএসকেএস এবং প্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর প্রোগ্রাম ইউনিটের সহযোগিতায় আন্তজার্তিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদ এর নেতৃত্বে একটি র‌্যালী শেষে উপজেলা চত্ত¡রে উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, জেএসকেএস এর সমন্বয়কারী জোৎস্না রানী, পরিসংখ্যান কর্মকর্তা আজাদুল আকতার, সমবায় কর্মকর্তা মোস্তাফিজার রহমান প্রমূখ। এসময় সকল সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সরকারী কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :